Payoneer to bKash | পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনবেন কিভাবে ?

Payoneer to bKash | পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনবেন কিভাবে ?

 

আপনি কি একজন ফ্রিল্যান্সার? আপনার উত্তরটি যদি হয় “হ্যা” তবে Payoneer এর সাথে আপনার পরিচয় হয়ত বেশ পুরনোই! পেমেন্ট নেয়ার জন্য Payoneer ফ্রিল্যান্সারদের জন্য খুবই জনপ্রিয় একটি মাধ্যম। ফ্রিল্যান্সার হিসেবে Payoneer থেকে ব্যাংক একাউন্টে টাকা আনার দুই তিনদিন ব্যাপী লম্বা প্রসেসটির সাথে আপনি হয়ত এর মাঝেই পরিচিত হয়েছেন।  

কিন্তু আপনি কি সহজভাবে এবং স্বল্প সময়ে Payoneer একাউন্ট থেকে দেশে টাকা আনার কথা ভাবছেন? যদি এই প্রশ্নের উত্তরটিও “হ্যা” হয়, তবে আপনি খুব সহজেই এবং অল্প সময়ে bKash এর মাধ্যমে আপনার Payoneer একাউন্ট থেকে কাঙ্ক্ষিত টাকা আনতে পারবেন। 

Payoneer থেকে বাংলাদেশে ব্যাংক একাউন্টের মাধ্যমে টাকা উত্তোলন করার পাশাপাশি এখন থেকে bKash এর মাধ্যমেও টাকা উত্তোলন করতে পারবেন। ব্যাংক থেকে যেখানে দুই থেকে তিন কার্যদিবসে টাকা উত্তোলন করতেন সেখানে bKash এ প্রায় সাথে সাথেই টাকাটি উত্তোলন করতে পারবেন কোন প্রকার ঝামেলা ছাড়াই। 

সার্ভিসটি নতুন চালু হওয়ায় বিকাশ ২% বোনাসের পাশাপাশি বেশ আকর্ষণীয় অফার দিচ্ছে। আজকের এই লিখাটিতে আমরা Payoneer থেকে bKash এ টাকা উত্তোলনের খুঁটিনাটি তুলে ধরছি। 

Payoneer থেকে bKash এ টাকা উত্তোলনের জন্য আপনাকে সর্বপ্রথমেই আপনার Payoneer একাউন্টটিকে bKash একাউন্টের সাথে লিংক করতে হবে। লিংক করার পর আপনি Payoneer থেকে bKash টাকা উত্তোলনের প্রসেস করতে পারবেন। খুবই সহজ পদ্ধতিটি। চলুন বিস্তারিত জেনে নেয়া যাক। 

প্রথমেই চলুন জেনে নেই কিভাবে Payoneer একাউন্টটিকে bKash একাউন্টের সাথে লিংক করবেন। 

স্টেপসমূহঃ 

১। সর্বপ্রথম আপনার bKash এপসটিতে লগ ইন করবেন। লগ ইন করে “আরো” অপশনটিতে ক্লিকের পর নতুন সংযোজিত “রেমিটেন্স” অপশন দেখতে পাবেন। bKash এপসটি আপডেট করা থাকলে আপডেট করে নিবেন। 

২। “রেমিটেন্স” অপশনে ক্লিক করলেই Payoneer বা “পেওনিয়ার” দেখতে পাবেন। Payoneer থেকে আপনি আপনার সুবিধামত সময়ে টাকা আপনার bKash একাউন্ট এ নিয়ে আসতে পারবেন। 

৩। আপনার যদি Payoneer একাউন্ট না থাকে তবে আপনি চাইলে এখান থেকেই এপের মাধ্যমে Payoneer এ একাউন্ট খুলে নিতে পারেন। এক্ষেত্রে প্রয়োজনীয় তথ্যাদি যথাযথভাবে পূরণ এবং ব্যাংক ইনফোরমেশনের ক্ষেত্রে বিকাশ সিলেক্ট করবেন। তারপর বিকাশ একাউন্ট নাম্বার এবং ডিটেইলস দিয়ে ভেরিফিকেশন করে একাউন্ট খুলতে পারবেন। 

৪। এখন আপনার যদি অলরেডী Payoneer এ একাউন্ট থেকে থাকে তবে “আমার Payoneer একাউন্ট লিংক করুন” অপশনে ক্লিক করে “সাইন ইন” পেজ এ যান। সেখানে আপনার Payoneer একাউন্টের ইমেইল অথবা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করুন। 

৫। এরপর আপনার Payoneer একাউন্টে যদি টু স্টেপ ভেরিফিকেশন অন করা থাকে তবে আপনার মোবাইলের মেসেজে ভেরিফিকেশন কোড যাবে। সেই ছয় সংখ্যার ভেরিফিকেশন কোড এখানে প্রদান করবেন। তবে টু স্টেপ ভেরিফিকেশন অন না থাকলে সরাসরি পরবর্তী পেইজে চলে যেতে পারবেন। 

৬। এই পর্যায়ে bKash আপনার Payoneer একাউন্টের এক্সেসের জন্য পারমিশন চাইবে। আপনি

“AGREE” অপশনে ক্লিক করার মাধ্যমে এক্সেসটি দিতে পারবেন। এভাবে আপনার Payoneer একাউন্টটি bKash একাউন্টের সাথে লিংক করাতে পারবেন। 

এখন একটি পুশ আপ পেইজ নোটিফিকেশন আসবে যেখানে আপনার Payoneer একাউন্টটি bKash একাউন্টের সাথে লিংক হয়েছে কিনা সে ব্যাপারে কনফার্মেশন জানিয়ে দিবে। উল্লেখ্য, একটি বিকাশ একাউন্টের সাথে একবারে শুধুমাত্র একটি পেওনিয়ার একাউন্টের লিংক করাতে পারবেন। 

এখন bKash এপস থেকেই আপনার Payoneer একাউন্টে কত ডলার রয়েছে সেটি দেখতে পাবেন। 

আপনার যদি Payoneer ও  bKash কোন একাউন্ট না থাকে, তাহলে সরাসরি নীচের দুটি লিংকে ক্লিক করে Payoneer এবং bKash একাউন্ট ক্রিয়েট করতে পারেন।

  1.  Payoneer একাউন্ট খুলুন
  2.  bKash একাউন্ট খুলুন

এখন আমরা আলোচনা করবো Payoneer থেকে কিভাবে bKash এ টাকা উত্তোলন করবেন। এটিও খুবই সহজ একটি পদ্ধতি। চলুন বিস্তারিত জেনে নেই।  

১। “টাকা আনতে নির্বাচন করুন” অপশনে ক্লিক করুন। 

২। “আনার পরিমাণ” এ আপনার কাঙ্ক্ষিত টাকার সংখ্যা লিখুন। তবে মনে রাখবেন যে, কমপক্ষে এক হাজার টাকার সমপরিমাণ ডলার এমাউন্ট হিসেবে বসান। কেননা বিকাশের এক্ষেত্রে ন্যূনতম লেনদেনের পরিমাণ হচ্ছে এক হাজার টাকা। 

৩। পরবর্তী পেইজে কিছু ইনফোরমেশন দেখতে পাবেন। যেমন, ডলার এক্সচেঞ্জ রেট এবং ২% পেওনিয়ার এক্সচেঞ্জ ফি  এখানে লিখা দেখতে পাবেন। 

৪। পেইজের নীচের দিকে “এগিয়ে যান” দেখতে পাবেন। এখানে ক্লিক করে অল্প কিছু সময় অপেক্ষা করতে হতে পারে। টু স্টেপ ভেরিফিকেশন অন থাকলে এই পর্যায়ে ছয় সংখ্যার ওটিপি কোড আসবে আপনার মোবাইলে। সেটি এখানে লিখবেন। 

৫। এরপর দেখতে পাবেন আপনার বিকাশ একাউন্টে রেমিটেন্সের টাকা যুক্ত করার রিকুয়েস্ট সংক্রান্ত নোটিফিকেশন এসেছে।

৬। মিনিট খানেকের মাঝেই আপনার বিকাশ একাউন্টে টাকা চলে আসবে। 

ব্যাংকের মাধ্যমে পেওনিয়ার থেকে টাকা আনতে যেখানে দুই কিংবা তিনদিন সময়ের প্রয়োজন হত সেখানে আপনি মিনিট খানেকের মাঝেই অর্থাৎ বেশ দ্রুতই পেওনিয়ার থেকে বিকাশের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারছেন। 

বর্তমান সময়ে বিকাশে পেওনিয়ার থেকে টাকা আনার সময়ে বিকাশ থেকে ২% ক্যাশ ব্যাক পাবেন। এটি সম্পূর্ণ বিকাশের একটি অফার। 

এখন আপনি চাইলে বিকাশ থেকে সহজেই আপনার পেওনিয়ার একাউন্টটি রিমুভও করতে পারবেন। অর্থাৎ যেকোন মুহূর্তে আপনি আপনার পেওনিয়ার একাউন্টটি বিকাশ একাউন্ট থেকে ডি লিংক বা বাতিল করতে পারবেন। ডি লিংক করার পর নোটিফিকেশন পাবেন। 

বিভিন্ন কারণে আপনার Payoneer একাউন্টটি bKash একাউন্টের সাথে লিংক নাও হতে পারে। প্রধানত দুটি কারণে এরকমটা হতে পারে। এর মাঝে একটি হচ্ছে আপনার bKash একাউন্টের নামের সাথে Payoneer একাউন্টের নামের মিল না হওয়া। আরেকটি কারণ হতে পারে যে, আপনার জাতীয় পরিচয় পত্রের কে ওয়াই সি যথাযথ আপডেট না করা। আপনার Payoneer একাউন্টে যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছেন সেটির সাথে bKash একাউন্টের নাম্বারটি একিই থাকা ভালো। তবে মিল না হলেও সমস্যা নেই। শুধুমাত্র পেওনিয়ার একাউন্ট আর বিকাশ উভয় একাউন্টের নাম যথাযথ ভাবে এক থাকতেই হবে। এবং জাতীয় পরিচয় পত্রের তথ্যাদি সঠিক এবং এক থাকতে হবে।   

Payoneer থেকে bKash এ টাকা উত্তোলনের বেশ কিছু সুবিধা রয়েছে। সুবিধা গুলি হচ্ছেঃ

  • Payoneer থেকে যখন তখন যেকোন সময়ে bKash থেকে টাকা উত্তোলন করতে পারছেন। প্রায় মিনিটখানেকের মাঝেই প্রসেস সম্পন্ন করে bKash এ টাকা আনতে পারছেন। 
  • অনেকের Payoneer একাউন্টে ৫০ ডলারের নীচে থাকলে সেই টাকা উত্তোলনে বেশ সমস্যায় ফেস করেন। সেক্ষেত্রে bKash এ খুব সহজেই ন্যূনতম এক হাজার টাকা থেকে শুরু করে এর অধিক আপনি উত্তোলন করতে পারছেন। 
  • জেনারেল ব্যাংক একাউন্ট না থাকলেও bKash এপস থেকে সহজেই Payoneer এ একাউন্ট করতে পারবেন। Payoneer একাউন্ট ওপেনের সময়ে ব্যাংক একাউন্টের স্থানে আপনি আপনার bKash নাম্বার দিয়েই Payoneer এ একাউন্ট খুলতে পারবেন।     
  • পেপারওয়ার্কের কোন প্রকার ঝামেলা নেই। 
  • প্রতিদিন সর্বোচ্চ ১০ বার পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনতে পারবেন। প্রতিমাসে সর্বোচ্চ ৫০ বার পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনতে পারবেন। 
  • প্রতিদিন সর্বনিম্ন ১০০০ টাকা থেকে সর্বোচ্চ ১,২৫,০০০ টাকা বিকাশে আনতে পারবেন। প্রতিমাসে সর্বোচ্চ ৪,৫০,০০০ টাকা পেওনিয়ার থেকে বিকাশে আনতে পারবেন। 
  • সফলভাবে টাকা উত্তোলনের পর বিকাশের রিওয়ার্ডস পয়েন্ট পাবেন। 

দেশ জুড়েই আপনি পেওনিয়ার একাউন্ট থেকে বিকাশে টাকা উত্তোলন করতে পারছেন কোন প্রকার ঝামেলা ছাড়াই। ব্যাংক বা বুথের ঝামেলা এড়িয়ে এটি আপনার সময় বাঁচাতেও বেশ সাহায্য করবে। এছাড়াও ঘরে বসেই বিকাশে টাকা এনে সেন্ড মানি, পেমেন্ট বা পে বিল করতে পারছেন পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার মাধ্যমে। তাই ঝামেলাবিহীন নিশ্চিন্তে পেওনিয়ার থেকে টাকা উত্তোলনের জন্য বিকাশ ব্যবহার করতে পারেন।

Post a Comment

Your email address will not be published. Required fields are marked *